রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

নলছিটিতে কলেজছাত্রী হত্যার দায়ে যুবকের ফাঁসির আদেশ  

নলছিটি প্রতিনিধি 

নলছিটিতে কলেজছাত্রী হত্যার দায়ে যুবকের ফাঁসির আদেশ  

ঝালকাঠি সরকারি মহিলা কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রী বেনজির জাহান মুক্তাকে (১৯) মোবাইল ফোনে ডেকে নিয়ে গলাকেটে হত্যার দায়ে অভিযুক্ত সোহাগ মীরকে (২৮) ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (৪ জুলাই) জেলা ও দায়রা জজ ওয়ালিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি  জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর আব্দুল মান্নান রসূল।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত সোহাগ মীর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়া গ্রামের আবদুস ছোবাহান মীরের ছেলে। 

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি নলছিটি  উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরন গ্রামের বটতলা নামক এলাকায় কলেজ থেকে বাড়ি ফেরার পর মোবাইল ফোনে কলেজ শিক্ষার্থী বেনজির জাহান মুক্তাকে ডেকে নিয়ে গলাকেটে  হত্যা করে সোহাগ মীর। 

এ ঘটনায় নিহত মুক্তার বাবা জাহাঙ্গীর হাওলাদার বাদী হয়ে পরের দিন নলছিটি থানায় একটি মামলা করেন। মামলার পর ৭ ফেব্রুয়ারি  কলাপাড়া উপজেলার চাকা মইয়া গ্রামের ফুফুর বাড়ি থেকে র্যাব, পুলিশ ও ডিবি পুলিশের তিনটি টিম সোহাগকে গ্রেপ্তার করে। এরপর ২০২০ সালের ৫ মার্চ মামলার চার্জশিট দেন নলছিটি থানার পুলিশ পরিদর্শক আব্দুল হালিম তালুকদার।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন লিগ্যাল এইডের আইনজীবী মঞ্জুর হোসেন। মামলায় ১৭ জন সাক্ষ্য দেন।

টিএইচ